দুর্ঘটনার দায় চাপালে আন্দোলনে নামার হুমকি পাকিস্তানের ট্রেন চালকদের
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকদের ওপর দায় চাপালে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি এসেছে। এই হুমকি দিয়েছে পাকিস্তানের ট্রেন চালক এসোসিয়েশন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।এসোসিয়েশনের চেয়ারম্যান শামস পারভেইজ বলেন, ‘সাম্প্রতিক ট্রেন দূর্ঘটনাগুলোতে চালকদের ওপর দায় চাপানো হয়েছে। অথচ এসব ঘটনায় চালকের কোনো দোষ ছিলো না। সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দেখা গেছে, মিল্লাত এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছিলো। এ বিষয়ে আমাদের কাছে যথাযথ তথ্য আছে।’
তিনি আরও বলেন, মিল্লাত এক্সপ্রেস ও স্যার সৈয়দ এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আমরা চালকদের ওপর কোনো দায় চাপাতে দেবো না। কারণ এই ঘটনায় চালক কিংবা ট্রেনে কর্তব্যরত কর্মীদের কোনো দোষ নেই। পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ যদি চালকদের ওপর দায় চাপানোর চেষ্টা করে তাহলে দেশব্যাপী আন্দোলনে নামবো আমরা। সব ট্রেন চালক এতে অংশ নেবে।