ধানবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

Share Now..


সাতক্ষীরা তালার কুমিরা কদমতলা এলাকায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ভোর সাতক্ষীরা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনায় নারীসহ আরও ২৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫) ও একই এলাকার মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন (৩৮)।

তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন পুলিশ।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

পাটকেলঘাটা থানার ওসি মাহমুদুর রহমান জানান, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ শ্যামনগর ফিরছিলেন। পথে মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক সুমন ও আবুল হোসেন নিহত হন।

ওসি জানান, দুর্ঘটনার সময় ধানের বস্তার ওপর ঘুমন্ত অবস্থায় ছিলেন ওই ২৪ শ্রমিক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *