নকলায় পুলিশের অভিযানে গ্রেফতার ২৮

Share Now..

নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে ২৮জনকে গ্রেফতার করেছে। রোববার(১৩ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো, কবুতরমারী গ্রামের সুমন মিয়া, আব্দুর রশিদ, হাবি মিয়া, বিউটি বেগম, জবেদা বেগম, তেনু আলী, চিথলিয়া গ্রামের আতিক মিয়া, কেনু মিয়া, পেলাদেশী গ্রামের সজীব মিয়া, কোর্শা বাদাগৈড় গ্রামের কাঞ্চন মিয়া, দক্ষিণ নকলা গ্রামের আয়নল হক, ছামিদুল হক, লুৎফর আলী, মর্তুজ আলী, শুক্কুর আলী, চরকামানিপাড় গ্রামের রহুল আমীন, নূরল ইসলাম, মোশারফ, চকপাঠাকাটার রফিকুল ইসলাম, গড়েরগাওয়ের মনির মিয়া, কাউছার মিয়া, মোক্তার আলী, মুর্শিদা বেগম, চরকৈয়া গ্রামের করিমন নেছা, নান্ডু মিয়া, চরভাবনার আব্দুররহিম, সাইলামপুরের মাহবুব ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা গ্রামের জুলহাস মিয়া।
নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, গতকাল রবিবার রাতে ডিউটির সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা ও জুয়াড়িসহ ২৮জনকে গ্রেফতার করা হয়, সোমবার (১৪জুন) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *