নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা!
বর্তমানে নিজের নতুন সিনেমা ‘ধাক্কাদ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। গতকাল সিনেমাটির চতুর্থ লুকের একটি পোস্টার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘ধাক্কাদ আমাদের জীবনের একটি মুহূর্ত। আমরা সবসময় এ ধরনের সমস্যার মুখোমুখি হই। আমি মনে করি আমাদের সবকিছুই ধাক্কাদকে ঘিরেই চলছে। দর্শকরা দেখেই তাদের চারপাশের গল্পের সঙ্গে সিনেমাটির গল্পকে কল্পনা করতে পারবে। আশা করছি সিনেমাটি সবাই পছন্দ করবেন।’
জানা গেছে, সিনেমাটি
টান্টগুলোও একটি আন্তর্জাতিক দল করছে।
সিনেমাটি অভিনয় প্রসঙ্গে কঙ্গনা আরও বলেন, ‘এমন উত্তেজনাপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি সত্যি অনেক গর্বিত। আমার বিশ্বাস, এটিই হতে যাচ্ছে বলিউডের প্রথম নারী কেন্দ্রিক স্পাই থ্রিলার সিনেমা। আমি আমার পরিচালক রজনীশ ঘাইকে ধন্যবাদ জানাই। কারণ তিনি আমার ওপর বিশ্বাস ও ভরসা রেখেছেন। চেষ্টা করছি তার প্রতিদান দেওয়ার।’ উল্লেখ্য, ২০২২ সালের ৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।