নুসরাতকে শুভেচ্ছা জানিয়ে কি বললেন মিমি-শ্রাবন্তী

Share Now..

টালিউডের প্রথম সারির অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন। ইতোমধ্যে খবরটা জেনে গেছেন সবাই। বাদ যাননি টালিউডের তারকারাও। বিশেষ করে নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু মিমি-শ্রাবন্তীরা। তাই কালক্ষেপণ না করে তারাও শুভেচ্ছায় ভাসিয়েছেন বন্ধুকে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে রয়েছেন উড়িষ্যায়। সেখানে তার নতুন সিনেমা ‘খেলা যখন’-এর শুটিং চলছে। টুইটারে তিনি জানালেন, সামনে থাকলে নুসরাতকে জড়িয়ে ধরতেন। মিমি লিখেছেন, ‘অভিনন্দন নুসরাত। যদি তোমাকে সামনে থেকে জড়িয়ে ধরতে পারতাম! ভালোবাসা নিও।’

নুসরাতের অন্তঃসত্ত্বা অবস্থায় পাশে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনি এখন রয়েছেন মালদ্বীপে। সেখান থেকেই নুসরাতের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন সুইটহার্ট। ভালোবাসি তোমাকে।’

শুভেচ্ছা জানাতে ভোলেননি নুসরাতের আরেক বান্ধবী-অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। শ্রাবন্তীর মতো তিনিও লিখেছেন, ‘অভিনন্দন সুইটহার্ট। ভালোবাসি তোমাকে।’

নুসরাত যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন একাধিকবার শ্রাবন্তী ও তনুশ্রী দেখা করতে গিয়েছেন। তারা একসঙ্গে পার্টি করেছেন। আর মিমির সঙ্গে তো আগে থেকেই নুসরাতের ভালো সম্পর্ক। তারা ভালোবেসে একে-অপরকে ‘বোনুয়া’ বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *