নৌকাডুবে ৪ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

Share Now..


এফএনএস বিদেশ : নাইজেরিয়ায় নৌকাডুবে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারনা করা হচ্ছে, তারা সবাই মারা গেছে। বুধবার কেন্দ্রীয় নাইজার রাজ্য এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যের ওয়ারা এলাকার নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১৮০ জন যাত্রী ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করায় এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সবাইকে উদ্ধারে চলছে অভিযান। ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত নৌকাটি কাঠের তৈরি এবং এটি বেশ পুরোনো ছিল। নৌকা থেকে অতিরিক্ত যাত্রী নামানোর কথা বলা হলেও কেউ তা কানে তোলেনি বলে অভিযোগ তুলেছেন তিনি। তিনি আরও বলেন, নৌকার যাত্রীরা নাইজার রাজ্যের মালেলে মার্কেটের দিকে যাচ্ছিল। নৌকাটি ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পরই এটি দুর্ঘটনা কবলিত হয়। একটি স্বর্ণের খনি থেকে আনা বেশ কিছু বালু ভর্তি ব্যাগও ওই নৌকায় তোলা হয়েছিল। নাইজেরিয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা, খারাপ আবহাওয়া, অনিয়মের কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটছে। তবে বুধবার যে দুর্ঘটনা ঘটেছে এটাই হয়তো সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *