পাকিস্তানের ওপর বিরক্ত বাইডেন

Share Now..

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরক্ত হয়ে আছেন পাকিস্তানের ওপর। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেহমান মালিক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পাকিস্তানি এক ব্যবসায়ী ওয়াশিংটনে অবস্থিত আমাদের দূতাবাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন। বিষয়টি জানার পর পর বিরক্তি প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।

জো বাইডেনের এমন বিরক্তি থেকে বের হয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লেখার পরামর্শ দিয়েছেন আবদুল রেহমান মালিক। পাকিস্তানের দূতাবাস কেনো এইরকম করেছে সে বিষয়টিও পরিষ্কার হওয়া উচিত বলে মনে করেন তিনি।

আবদুল রেহমান মালিক, বাইডেনের মন এখনো গলেনি। যদি গলতো তাহলে অবশ্যই পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলতেন। এই ইস্যুর সঙ্গে আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব নিয়েও নারাজ হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় প্রপাগান্ডার কারণে সেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *