পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করছে মূলধারার গণমাধ্যম
ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের এড়িয়ে চলছে পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলো। বাণিজ্যিক কারণে এসব জনগোষ্ঠীকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে অভিযোগ উঠেছে। এক ওয়ার্কশপে এমন মন্তব্য করেছেন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের (পিএফইউজে) প্রেসিডেন্ট শাহজাদা জুলফিকার।
তিনি বলেন, পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলো রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত। অথচ তাদের ব্যস্ত থাকার কথা ছিলো বেলুচিস্তানের নীরিহ মানুষদের মেরে ফেলার বিষয়টি নিয়ে।
ওয়ার্কশপে বক্তারা সংবাদে সাম্য, সম্প্রীতি, শান্তি এবং সহনশীলতার সমবন্টনের আহ্বান জানান। নিউজরুমে বাণিজ্যিক দিক বিবেচনা করে প্রতিবেদন না করার আর্জিও তারা জানিয়েছেন।
সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রবীণ সাংবাদিক ওয়াসাতুল্লাহ খান জানান, স্বাধীনতা বিষয়টা বড় জনগোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সংখ্যালঘু সম্প্রদায়গুলো জাতীয় কোনো ইস্যুতে তাদের বক্তব্য কিংবা চিন্তাধারা গুলো তুলে ধরতে পারেনা। এর অন্যতম কারণ মূল ধারার গণমাধ্যমে তাদের বক্তব্যগুলোকে সেভাবে তুলে আনা হয়না। তাদের জীবন সংগ্রামের বিষয়গুলোও তেমন প্রাধান্য পায় না।