পাগল বলায় কিশোরকে পিটিয়ে হত্যা

Share Now..

লক্ষ্মীপুরের রামগতিতে পাগল বলায় মো. আজগর (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজগর মারা যায়।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর গোসাই এলাকায় আজগরকে পিটানোর ঘটনা ঘটে। আজগর ওই এলাকার মিলন বেপারীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সাগর (১৬) নামের এক কিশোরকে উপজেলার রামদয়াল বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আজগরের বাবা মিলন বেপারী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাগর, তার মা পান্না বেগম ও বাবা আব্দুল মালেককে আসামি করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত সাগরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় তিন জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাগরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *