পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগে নারী কোচ টেলর
Share Now..
১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগ। সেই টুর্নামেন্টেই ‘টিম আবুধাবি’-এর সহকারী কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারা টেলর। দলের প্রধান কোচ পল ফারব্রেসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন টেইলর।
এর আগে ইংল্যান্ডে পুরুষদের কাউন্টি দল সাসেক্সের প্রথম বিশেষজ্ঞ নারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন টেলর।
সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান টেলর। এই কাজ দেখে দেশ-বিদেশে অন্যান্য মহিলা ক্রিকেটাররাও অনুপ্রাণিত হবেন বলেআশা প্রকাশ করেন তিনি।২০০৬-এ ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় সারার। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। দেশের হয়ে ১০টি টেস্ট, ১২৬টি ওয়ানডে এবং ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন টেইলর।