পুরোনো প্রেমে ফিরছেন দীপিকা-রণবীর কাপুর !

Share Now..

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রণবীর কাপুরের এক সাক্ষাৎকারে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-র সিক্যুয়েলের আভাস পাওয়া গেছে। আর তারপর থেকেই প্রাক্তনের সঙ্গে আবার অন স্ক্রিন রোমান্সে গা ভাসাবে কিনা জুনিয়র কাপুর এমন প্রশ্নই দানা বাঁধছে সাধারণ মানুষের মনে।  জানা যায়, ভক্তদের সঙ্গে ভার্চুয়াল চ্যাটেই ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছেন রণবীর। তার কাছে ভক্তরা জানতে চেয়েছিলেন, ব্রহ্মাস্ত্র ব্যতীত আর কোন ছবির সিক্যুয়েল তৈরি হলে ভালো হয়। উত্তরে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির নাম নেন জুনিয়র কাপুর।

রণবীরের মতে, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যুয়েলের জন্য অয়নের কাছে না কি বেশ ভালো চিত্রনাট্যও আছে। যদি এই সিনেমার পরবর্তী পর্ব তৈরি হয় তাহলে গল্প আরও ১০ বছর এগিয়ে যাবে।

সিনেমার চরিত্রগুলোকে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করা যাবে এবং তা দর্শকের মনোরঞ্জন করবে বলে মনে করেন রণবীর কাপুর।

তবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির সিক্যুয়েলে পুরনো চরিত্রগুলোরই কামব্যাক ঘটবে কি না সেই বিষয়ে কোনও আভাস মেলেনি। এই মুহূর্তে রেড্ডি ভাঙ্গার অ্যানিমেলে কাজ করছেন রণবীর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের অভিনেত্রী রাশ্মিকা মন্দনা।

3 thoughts on “পুরোনো প্রেমে ফিরছেন দীপিকা-রণবীর কাপুর !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *