পুলিশের আইজিপির ছবি ব্যবহার করে ভূয়া ফেইসবুক পেইজ। গ্রেফতার দুই যুবকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।

Share Now..


বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দুই যুবককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে জনাকীর্ণ আদালতে দীর্ঘ শুনানির পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।মামলার তদন্তকারী কর্মকর্তা ৭দিনের রিমান্ড চাইলে আদালত হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুসরণ পূর্বক ২ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তার দাবী আসামীদের নিকট অনেক তথ্য পাওয়া যেতে পারে।
ডিবি পুলিশের দাবী গ্রেফতার কৃত আসামীরা ফেইসবুক পেইজে পুলিশ মহাপরিদর্শকের ছবি ব্যবহার করে বিভ্রান্তিমুলক সংবাদ সরবরাহ এবং প্রতারণা করে আসছিলো। কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ডিবি পুলিশ তাদেরকে প্রমানসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ওসমান আলীর ছেলে আনারুল ইসলাম ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেহিদী হাসান।ঝিনাইদহ ডিবি পুলিশ জানায় বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র। তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।

পুলিশের দাবী- কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়।তারপর তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি চালাতো বলে জানিয়েছেন ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *