প্রথমবার একসঙ্গে আ খ ম হাসান-সালমা
Share Now..
দুইজন দুই জগতের তারকা। একজন অভিনয়ের, অন্যজন গানের। এই প্রথম এক হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান ও কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। দুই তারকা এক হয়ে উপহার দিতে চলেছেন নতুন একটি ডুয়েট গান। গত ১৯ আগস্ট ‘সখা সখী’ শিরোনামে গানটি রেকর্ড হয়েছে।
‘সখা সখী’ গানটি লিখেছেন কবির রাসেল। সুর করেছেন পলাশ নুহু। গানটির সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
কণ্ঠশিল্পী সালমা ‘সখা সখী’ গানটি আমি এবং আ খ ম হাসান ভাই গেয়েছি। গানের কথাগুলোও চমৎকার। হাসান ভাই অনেক সিনিয়র অভিনেতা। অনেক সুন্দর গানও করেন। এবারই প্রথম তার সঙ্গে গাইলাম। তিনি অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি চমৎকার হয়েছে।
সালমা জানান, ‘সখা সখি’ গানের সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে গানটি দর্শদের সামনে আসবে। আশাকরি সবার ভালো লাগবে।