প্রবাসীদের কান্না-হাসির গল্পে তারা

Share Now..


প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মূহুর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘প্রবাসী ২’। এ ফিল্মে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ-দু:খ, কান্না-হাসি আর বিশেষ মুহূর্তগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে। যা দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ প্রশংসা কুড়চ্ছে!শাফায়েত হোসেন শাওন পরিচালিত ‘প্রবাসী ২’তে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছেএই শর্টফিল্মটি।অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাদে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত এ কাজ করার সময় বুঝে ওঠতে পারিনি এটি এতো বেশি দর্শক প্রিয় হবে। ভিডিওটি অনলাইনে আপলোড করার সাথে সাথে এতো বেশি দর্শক এটিকে ধারণ করে তুলবে তা ভাবতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা।’স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ‘ফেনী জেলা তথা সারা দেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে ফেনীসহ পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। সমগ্র দেশের সবার প্রিয় প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ সব সময় মানুষের শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। সেই শ্রদ্ধা থেকেই স্টারলাইন ফুড প্রোডাক্ট প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও প্রবাসী-২’ নামে দুটি শর্টফিল্ম তৈরিতে উদ্বুদ্ধ হয়েছে। স্বল্প সময়ে ফিল্মটি এতো বেশি ছড়িয়ে পড়বে তা ভাবিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *