ফুটবলারদের জয়ে ক্রিকেটারদের উল্লাস
দীর্ঘ ২৫ বছর পর ইউরোতে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। নিজ দেশের ফুটবলারদের এমন জয়ে আনন্দে আত্মহারা ইংল্যান্ডের ক্রিকেটাররাও।
ইংলিশ ক্রিকেটাররাও এদিন মাঠে নেমেছিল। জয় পেয়েছে তারাও। ঘরের মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে মরগ্যান বাহিনী। তবে নিজেদের ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরে দেশের ফুটবল ম্যাচ উপভোগ করতে বসে যান ক্রিকেটাররা।
ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন হ্যারি কেইন বাহিনী। ডেকলান রাইস ও জন স্টোনসের মিলিত আক্রমণে বল পান রহিম স্টার্লিং। ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে সেটিকে ফিরিয়ে দেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে ইংলিশদের আরও একটি আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়।ম্যাচের ৩৩ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। কাইল হার্ভার্জের বাড়ানো বল টিমো বার্নার গোলবারের দিকে পাঠালেও সেটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড।৭৫ মিনিটে প্রথম স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।