ফুরফুরা শরীফের পীর দাদা হুজুর কেবলার ৮৫তম ওফাত দিবস আজ

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমেরুশরিয়ত হযরত মাওলানা শাহ সুফি আল্লামা আবু বকর সিদ্দিকী আল কোরাইশী (রহঃ) এঁর ৮৫তম ওফাত দিবস আজ (১৭ মার্চ ২০২৩) শুক্রবার। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে দাদা হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে সওয়াব রোসানীর মাহফিল করা হবে। ঢাকার শাহজাদপুর সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনা বাকীবিল্লাহ ভবনসহ দেশের বিভিন্ন স্থানে দিবসটি পালনে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। ১৯৩৯ সালের এ দিনে ৯৬ বছর বয়সে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক ও ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা দাদা হুজুর কেবলা পীর আল্লামা আবু বকর সিদ্দিকী (রহ:) ওফাত লাভ করেন। ওফাত দিবস পালনের প্রাক্কালে জমিয়তে জাকেরানের মুখ্য নির্দেশক ন’হুজুর পীর কেবলা (রহ:) পৌত্র ও পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকীর (রহ:) একমাত্র সাহেবজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী (মাদ্দা:) দাদা পীরের মতো ও পথ আকড়ে ধরে তার উপর দৃঢ় থাকার জন্য তার ভক্ত অনুরাগী ও মুরিদানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *