বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ অস্ট্রেলিয়ায় সম্প্রচার হবে না
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এই সিরিজ অস্ট্রেলিয়ার কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না।
জানা গেছে, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করতে আগ্রহ দেখায়নি সেখানকার কোনো চ্যানেল। মূলত কোনো সিরিজ সম্প্রচারের পেছনে থাকে আর্থিক হিসাব-নিকেশ। কিন্তু অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলগুলো মনে করছে, এই সিরিজ তাদের জন্য লাভজনক হবে না।
অন্যদিকে, পাঁচ তারকা হোটেল সম্পূর্ণ বুকিং নেওয়াসহ অঢেল টাকা খরচ করে এই সিরিজের আয়োজন করছে বিসিবি। উল্টো বাংলাদেশকে নানান কঠোর শর্ত দিয়ে রেখেছে সফরকারীরা। যার কারণে সিরিজ খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের।
আগামী মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বসবে সিরিজের বাকি ম্যাচগুলো। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আয়োজন হবে ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম,