বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র-চীনের প্রথম বাণিজ্য বৈঠক

Share Now..

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন চীন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সাদাসিধে, বাস্তবধর্মী বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন তাই এবং চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হে বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন। দুই পক্ষই জানিয়েছে যে, তারা দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। কিছুদিন আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্কের অবনতি হতে দেখা গেছে। দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় রীতিমত বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাথেরিন তাই এবং লিউ বাইডেন-হ্যারিস প্রশাসনের কর্মকেন্দ্রিক বাণিজ্য নীতিমালার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দু’পক্ষই জানিয়েছে যে, তারা আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। চীনের বাণিজ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে সাদাসিধে, বাস্তবধর্মী এবং গঠনমূলক আলোচনা হয়েছে। একে অন্যের প্রতি সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব প্রকাশ করেছেন বলেও উল্লেখ করা হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নকে দু’পক্ষই গুরুত্বের সঙ্গে নিয়েছে। ওই বৈঠকে আগে রয়টার্সকে তাই বলেন যে, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও খুব বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটে। এক দেশ অন্য দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *