বায়ার্ন মিউনিখে সুযোগ পেলেন বাঙালি কিশোর

Share Now..

জার্মানির বুন্দেসলিগ চ্যাম্পিয়ন এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখে খেলার সুযোগ পেয়েছেন পশ্চিমবঙ্গের এক কিশোর। একইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে ক্লাবটিতে খেলার সুযোগ পাচ্ছে সে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখের অনুর্ধ্ব-১৯ দলের বিশ্ব স্কোয়াড সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী কিশোর সুবো পল। আগামী ২৮ জুন সে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে যাত্রা করবেন। বায়ার্ন যুব দল এবং মেক্সিকোর অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলবে বিশ্ব স্কোয়াড।

দিল্লি ভিত্তিক ফুটবল ক্লাব সুদেব এফসিতে খেলা সুবো পল বলেন, বায়ার্ন মিউনিখে সুযোগ পাওয়া এবং সেখানে যাওয়া নিয়ে খুব বেশি চিন্তা করতে নিষেধ করেছে পরিবার। তারা বলেছে, উপভোগ করতে এবং এটা চিন্তা করতে যে, আমি ভারতকে প্রতিনিধিত্ব করছি। পরিবার খুবই খুশি।

সুদেব এফসির মালিক বিজয় হকারি বলেন, সুবো খুবই সোজা মানুষ। জুনিয়রদের খেলার পূর্বে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে এই ম্যাচে কী করতে চায়? তখন তার জবাব ছিল সোজাসাপ্টা, ১০ গোল করা। আমরা অবাক হয়েছিলাম, কিন্তু সে ঠিকই ওই ম্যাচে ১৩ গোল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *