বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্তঅতিক্রমকালে (বাংলাদেশ হতে ভারত ) আটক
১৮ জুন ২০২১ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর
অধিনস্ত সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মমিনতলা মোড় নামক
স্থানের পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০৫ জন (পুরুষ-০৩ ও নারী-০২) নাগরিককে অবৈধভাবে
বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা
জেলার তেরখাদা থানার পাতলা গ্রামের শ্রী সুকুমার মন্ডল এর ছেলে শ্রী সুব্রত মন্ডল (২৩), নলিয়ারচর
গ্রামের মৃত আতিয়ার মোল্লা এর মেয়ে মোছাঃ শিউলী (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার
শিকারপুর গ্রামের শ্রী কালিদাস রায় এর ছেলে প্রসেনজিত রায় (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার
জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাস এর ছেলে রিপন বিশ্বাস (৩২) এবং সদর থানার চরমানিকদে গ্রামের
মৃত মজিবুর শেখ এর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৩২)।