বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ( বাংলাদেশ হতে ভারত ) আটক
অদ্য ০৮ জুন ২০২১ তারিখ আনুমানিক ০৮:০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত
বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ
জেলার মহেশপুর উপজেলার নেপা বাজারে লাবিব গার্মেন্টস এর পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর হতে হতে
বাংলাদেশী ০৩ জন (পুরুষ-২, নারী-০১) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার
অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়ীয়া গ্রামের নুর
মিয়া মোল্লা এর ছেলে শাকিল মোল্লা (১৯), দুখু মোল্লা (১৯) এবং দুখু মোল্লার স্ত্রী লিমা মোল্লা (১৯)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে
পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও
সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।