বিতর্ক ছাপিয়ে শীর্ষে অধা!

Share Now..


ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইদানিং তারকার নামে নয়, গল্পের কারণেই বক্স অফিস মাত করছে একাধিক সিনেমা। গত বছর মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘দ্য কাশ্মির ফাইলস’ যার জলজ্যান্ত উদাহরণ। বিশাল বাজেটের সিনেমা যেখানে মুখ থুবড়ে পড়েছিল সেখানে রেকর্ড ব্যবসা করে ছবিটি।অবশ্য প্রথমদিকে ছবিটি ঘিরে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সেটি তার আয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর বেশ কয়েকটি সিনেমা হেঁটেছে ‘দ্য কাশ্মির ফাইলস’-এর পথে। এবার সেই তালিকায় যুক্ত হলো সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’।

এই ছবিটির ট্রেলার মুক্তির পর থেকেই শুরু হয় নানা বির্তক। তবে সব কিছুকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। যা থামার যেন কোনো লক্ষণই নেই। এমনকি ছবিটি প্রথম ২ দিনের আয়ে পেছনে ফেলেছে ‘দ্য কাশ্মির ফাইলস’কেও!
গত শুক্রবার ছবিটি আয় করেছে ৮.০৩ কোটি এবং শনিবার ঘরে তোলে ১১.২২ কোটি। যেখানে ‘কাশ্মির ফাইলস’ ছবিটি প্রথম দিন আয় করে ৩.৫৫ কোটি এবং দ্বিতীয় দিন ৮.৫০ কোটি।সমালোচকদের মতে, মানুষের মৌখিক প্রচারের কারণেই সিনেমাটি সফলতার মুখ দেখছে। শুধু

তাই নয়, সিনেমাটির অভিনেত্রী অধা শর্মার অভিনয়ও মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। ছবিটিতে এক নিষ্পাপ হিন্দু নারীর গল্প বলা হয়েছে। যাকে তার ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা কথা-ব্যবহারের প্যাঁচে ফেলে ধর্মান্তরিত করে। এরপর তাকে আইসিস সন্ত্রাসী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। এই চরিত্রটিতেই দেখা মিলেছে অধা শর্মার।

অনেকেই মনে করছেন, সুদীপ্ত সেনের এই ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *