বিদায় নিলেন আফিফও, বিপদে বাংলাদেশ

Share Now..

সিরিজের ২য় ম্যাচে হারের মুখে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এরইমধ্যে ৭উইকেট হারিয়ে ফেলেছে তামিম বাহিনী।

হারারেতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যার শুরুটা অধিনায়ক তামিম ইকবালকে দিয়ে। সিরিজের ২য় ওয়ানডেতে এসেও ফর্মহীনতা কাটাতে পারলেন না এই অভিজ্ঞ ওপেনার। জিম্বাবুয়ের দেয়া রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে গেছেন তিনি।

১ম ম্যাচে শূন্য রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ওপেনার। ২য় ম্যাচে এসে কিছুটা ধীরস্থির ভঙ্গিতে খেলার চেষ্টা করছিলেন। সহজাত ভঙ্গিতে খেলেন কয়েকটি কাভার ড্রাইভও। তবে ইনিংসে ১০ম ওভারে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে মাত্র ২০ রান করে বিদায় নিয়েছেন তিনি।

তার বিদায়ের পরপরই আউট হয়ে যান আরেক ওপেনার লিটন দাসও। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই উইকেটকিপার ব্যাটসম্যানের সংগ্রহ ২১ রান।

বরাবরের মতো ব্যর্থ ৪-এ নামা মিঠুন আলী। তার সংগ্রহ মাত্র ২ রান। মোসাদ্দেক সৈকতও বেশিক্ষণ টিকতে পারেননি। রান আউটের ফাঁদে পড়ে মাত্র ৫ রান করে বিদায় নিয়েছেন তিনি।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা সম্ভাবনা জাগিয়েছিলেন। সাকিবের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। তবে ২৬ রান করে সাজঘরে ফেরত যান রিয়াদ।

এরপর মেহেদি মিরাজ ও আফিফ বিদায় নিয়েছেন দ্রুতই। দু’জনের সংগ্রহ যথাক্রমে ৬ ও ১৫। একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। তার সঙ্গী আরেক অলরাউন্ডার সাইফউদ্দিন। এ দু’জনের উপরই এখন সব ভরসা গোটা দলের।

এর আগে সিরিজের ২য় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৪১ রানের টার্গেট গিয়েছে জিম্বাবুয়ে।

হারারেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। সকালের উইকেটের সুবিধা নিয়ে ১ম ওভারেই স্বাগতিক ওপেনার তিনাসে কামুনহুকামউইকে ফেরান তাসকিন আহমেদ। আরেক ওপেনার মারুমানিকে দলীয় ৩৩ রানে সরাসরি বোল্ড করেন মেহেদি মিরাজ।

এরপর রেজিস চাকাভাকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *