বিয়ে করছেন মৌসুমী
বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ। বুধবার (10 জানুয়ারী) অভিনেত্রীর নিজের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জানুয়ারী) নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ে সম্পন্ন হবে তার।
সংবাদমাধ্যম অনুযায়ী, বৃহস্পতিবার (11 জানুয়ারী) খবরটি নিজেই নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ।
তিনি বলেন, খুব ছোট পরিসরেই আয়োজন করেছি। কাল বিয়ে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনটা সুন্দরভাবে শুরু করতে পারি।
পাত্রের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুই থেকে আড়াই বছর আগে গোলাম সোহরাব দোদুল ভাইয়ের একটা সিরিজের কাজ করতে গিয়ে পরিচয় হয় আমাদের। এরপর একসঙ্গে ‘গুটি’ সিরিজে কাজ করেছি।
সেখান থেকেই দুজনের মধ্যে ভালো জানাশোনা ও বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমাদের মধ্যে মন দেয়া নেয়া হয়। এই সময়টুকুতে মনে হয়েছে মানুষটা আমার জীবন সঙ্গী হতে পারে। এরপর পরিবারকে জানালে তাদের সম্মতিতেই সব কিছু হয়।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ অভিনয়ে আসেন। গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।
এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।