বিশ্বদ্যালয় খোলার দাবিতে ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচী
বিশ^বিদ্যালয় প্রতিবেদক,ইবি-
অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ^বিদ্যালয়-হল খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করাসহ চারদফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করেন শিক্ষার্থীরা। এছাড়া অনলাইনেও এ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা। আগামী এক সপ্তাহ এ কর্মসূচী চলবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ‘জুনের প্রথম সপ্তাহের মধ্যে বিশ^বিদ্যালয় ও হল খোলার দাবিতে আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি। বিশ^বিদ্যালয় বন্ধ থাকায় আমরা আগামী এক সপ্তাহ অনলাইনে এ কর্মসূচী চালিয়ে যাবো। পরে উপাচার্যের কাছে এ গণস্বাক্ষর সম্বলিত দাবি-দাওয়া পেশ করা হবে। ক্যাম্পাস না খোলা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন রাজীন, জেরিন, ইতিহাস বিভাগের মোস্তাাফিজুর রহমান, বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, ল’ এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের হুমায়রা আঞ্জুম অন্তু উপস্থিত ছিলেন। এছাড়া আলামিন ইসলাম, নির্মল, তানজিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেন।
পরে একই স্থানে এক গণসমাবেশ করে তারা। সমাবেশে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় তারা দাবি আদায় না হলে সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন।
এর আগে একই দাবিতে গত ২৪ মে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে গত ২৭ মে গলায় দড়ি দিয়ে প্রতিকী ফাঁস নিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়াও সেদিন বিক্ষোভ মিছিল, ভিসি বাংলোর সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।