বুরকিনা ফাসোতে সন্দেহভাজন জিহাদির হামলায় নিহত ৪২

Share Now..


বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ৩২ জন প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

ওয়াহিগুয়ার গভর্নরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় ওরেমা গ্রামের কাছে অজ্ঞাত পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা সেনা ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি পৃথক গ্রুপের ওপর হামলা চালায়।

সেনাবাহিনী জানিয়েছে, হামলায় আট জন সেনা ও ৩২ জন স্বেচ্ছাসেবক নিহত হন। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ জন সন্ত্রাসী নিহত হয়। এদিকে, রোববার (১৬ এপ্রিল) কঙ্গো অঞ্চলে সেনাবাহিনীর আরেকটি বাহিনীর ওপর হামলায় দুই সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন সন্ত্রাসী। উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত জিহাদিদের রক্তক্ষয়ী হামলা মোকাবিলায় সব ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *