বৃষ্টি হলেই পানি ঢোকে মসজিদে নেই ড্রেনেজ ব্যাবস্থা
হুসাইন কবীর সুজন:
বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে মসজিদে। একটি ড্রেনের অভাবে এমন দুরাবস্থা। মসজিদটি খোদ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত।ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ টি এমন অবহেলিত দীর্ঘ দিন। স্থানীয় মুসল্লিরা জানান, পেসাবখানার ধোয়া নোংরা পানিও মিশে যায় মুহুর্তের মধ্যে। যার ফলে কাদাপানিতে একাকার হয়ে যায় মসজিদটি। মসজিদের খাদেম মুয়াজ্জি নরা দেখি বালতিতে পানি সেচে বের করেন মসজিদে ঢুকে পড়া নোংরা পানি। মসজিদে আগত মুছল্লিদের নামাজ শুদ্দ হয় কিনা তা নিয়ে থাকে সংশয়। পানি নিষ্কাসনের জন্য দুটি পাইপ লাইন বের করা ছিল । তাতে মোটামুটি পানি বের হলেও এখন সেটা ও বন্ধ করে দিয়েছে উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী জেসমিন আরা। উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন মসজিদের সভাপতি ইউ এন ও আমি কিছুই জানিনা তবে বিষয়টি দেখছি। বিষয়টি আদৌ সমাধান হবে নাকি মসজিদ টি নোংরা পানিতে নাপাক হয়ে থাকবে প্রশ্ন ভুক্তভোগি মুসল্লিদের।