বেইজিংয়ে হাসপাতালে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জন
Share Now..
চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বুধবার নগরীর এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বেইজিংয়ের ফেংতাই জেলার ডেপুটি মেয়র লি জংরং এক সংবাদ সম্মেলনে এ আগুনের ঘটনায় মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য জানানোর সময় তিনি ‘গভীর শোক’ প্রকাশ করেন।
বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরোর সান হাইতাও বলেছেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালটির পরিচালকসহ ১২ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটির সংস্কার কাজ করা একটি কোম্পানির প্রতিনিধিদেরও আটক করা হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত থেকে জানা যায় যে ‘হাসপাতালের অভ্যন্তরীণ সংস্কার ও নির্মাণ কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে সেখানে এই অগ্নিকাণ্ড ঘটে।