বৈরি আবহাওয়ার কারনে মাঠের পাকা ধানের ব্যাপক ক্ষতি
হুসাইন কবীর সুজন:
ঝিনাইদহ কালীগঞ্জ থেকে হঠাৎ বৈরি আবহাওয়ার কারনে মাঠের উঠতি পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। অন্যদিকে ধান কাটা শ্রমিক সংকট নিয়ে চরম ভোগান্তি ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠের পাকা ধান ঘরে রীতিমত শংকায় চাষীরা। ধান রোপনের শুরু থেকেই আবহাওয়া অনুকুলে থাকায় কোন বিপর্য য় দেখা যায়নি। সেই সাথে কৃষকের সচেতনতার কারনে ধান খুব ভাল হয়েছিল। কিন্তু চলতি সপ্তাহে বৈরী আবহাওয়ায় জমির পাকা ধানঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের ।এবার ধানের আবাদ খুব ভাল হয়েছিল। কিন্তু কয়েক দিনের বৈরী আবহাওয়ার সাথে শ্রমিক সংকটে হতাশ হয়ে পড়েছে কৃষকরা। বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছে। শতকরা ৮০ভাগ ধান পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ প্রাকৃতিক দূর্যোগে পুরো ধান নষ্ট না হয় এজন্য আগাম সর্তকতা হিসেবে পরামর্শ দেওয়া হয়।