বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের শেষ সুযোগ কপ-২৬: ব্রিটিশ মন্ত্রী
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনার শেষ সুযোগ কপ-২৬, এমন মন্তব্য করেছেন সম্মেলনটির সভাপতি ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিকল্পনা যদি সফল না হয় তাহলে উষ্ণ তাপমাত্রায় পুরো পৃথিবী যেমন বিপর্যয়ের মুখে পড়বে, তেমনি সমুদ্র সীমা বেড়ে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে।
সোমবার (১ নভেম্বর) একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা যে প্রতিনিয়ত বেড়ে চলছে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ব নেতাদের এবারের জলবায়ু সম্মেলনে নানান প্রশ্নের মুখে পড়তে হবে।
অলোক শর্মা বলেছেন, ছয় বছর আগে প্যারিসে আমরা একটি যৌথ লক্ষ্য নির্ধারণ করেছিলাম। ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার চুক্তি হয়েছিল। সেখানে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার চেষ্টার কথা বলা হয়েছিল। এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনতে হলে কপ-২৬ হচ্ছে শেষ সুযোগ।