ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেন কোহলি
লর্ডসে জয়ের পর লিডসে হেরে গেলো ভারত। এক ইনিংস ও ৭৬ রানে হারের পর ইংরেজ বোলারদের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেটাররা।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৮ রানে শেষ। দ্বিতীয় ইনিংসে লড়াই চালালেও ২৭৮ রানেই থামতে হয়েছে ভারতকে। চতুর্থদিন ৪১ রানে ৭ উইকেট খুইয়েছে ভারত। এমন ব্যাটিং ধস যে ভারতীয় দলকে অনেক সমালোচনার মুখে ফেলবে তা ভালভাবেই জানেন তারা।
বিরাট জানান, ‘এদিন সকালে ইংল্যান্ডের বোলারদের চাপটাই আমরা নিতে পারিনি। আর সেজন্যই এমনটা হয়েছে।গতকাল আমরা ম্যাচে থাকার লড়াইটা শুরু করেছিলাম ঠিকই। কিন্তু এদিন ওদের দুরন্ত বোলিংয়ের সামনে পারিনি।ওরা যেটা চেয়েছিল সেটাই হয়েছে’।
ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টর দল যে ওভালে দেখা যাবে না তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন কোহলি। অশ্বিনকে না খেলানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে কথাবার্তা। এই ম্যাচেও চার পেসারেই খেলার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
ওভালে ট্র্যাক রেকর্ড একেবারেই ভাল নয় ভারতের। সেখানে চারের বদল তিন সিমারের পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। দেখা যেতে পারে দুই স্পিনারকে। অর্থাত জাদেজার পাশে এবার হয়ত অশ্বিনও আসতে চলেছেন।