ব্রাজিলের ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি সারলেন মেসি!
চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ফরাসি ক্লাবের সঙ্গে মেসি চুক্তি আর নবায়ন করবেন না বলে গুঞ্জন রয়েছে। আর তাই মেসির পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে বেশ সরব গণমাধ্যমগুলো।
গত সপ্তাহে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, মেসি নাকি সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। তবে সেই সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন মেসির বাবা হোর্হে মেসি।
এরই মধ্যে চোখ কপালে তোলার মতো এক সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন ও ব্রাজিলের সংবাদমাধ্যম। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস ও ব্রাজিলের গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন লিওনেল মেসি। তবে এই মেসি বিশ্বকাপজয়ী মেসি নয়।
এই মেসি হলেন তিনি হলেন ৯ বছর বয়সী একজন বালক। যার নামও লিওনেল মেসি। কাকতালীয়ভাবে এই মেসির বাবার নামও হোর্হে মেসি। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলেন এই মেসি।
সাও পাওলোতে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই বালক। ব্রাজিলিয়ান প্রকাশনা বোলাভিআইপি-কে মেসি বলেন, ‘আমি সবসময় পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখেছি এবং এখন আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি সাও পাওলো এফসি-র কাছে কৃতজ্ঞ। আমি এটির সর্বোচ্চ ব্যবহার করার জন্য কঠোর পরিশ্রম করব।’
Explore endless worlds in our online games! Lucky Cola
Conquer your enemies and build your legacy! Lucky Cola