ভারতকে ধন্যবাদ জানালেন পুতিন
সমুদ্রে নিরাপত্তা বিষয়ক উদ্যোগ নেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেইসংগে সমুদ্রে সবরকম সন্ত্রাস মোকাবেলায় যৌথভাবে কাজ করবে রাশিয়া বলে আশ্বাস দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আয়োজিত ইউএনএসসি সমুদ্র নিরাপত্তা বিষয়ক কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি
পুতিন বলেন, শুরুতেই আমি আমার ভারতীয় বন্ধুদের ধন্যবাদ জানাই এরকম কার্যকরী একটি আলোচনা আয়োজন করার জন্যে। সমুদ্রে সন্ত্রাস দমনে রাশিয়া প্রতিজ্ঞাবদ্ধ। ভারতের সংগে যৌথভাবে আমরা সেসব মোকাবেলা করবো। এই নিশ্চয়তা দিচ্ছি।
আন্তর্জাতিক বোঝাপড়ার ও উন্নতির জন্য আমরা আরও বিভিন্ন পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
অনলাইন এই কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা অংশ নিয়েছেন। সেই সংগে জাতিসংঘ ও বিশ্বের প্রভাবশালী সংস্থাগুলোত ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।