ভারতের মহারাষ্ট্রে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় হিজলগাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
\ হিজলগাড়ী প্রতিনিধি \
ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে ধর্মপ্রাণ তাওহীদি জনতা নেহালপুর শাখার। মঙ্গলবার (১ অক্টোবার) বাদ আছরের পর শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা মিছিলে অংশ নেই। মিছিল ও প্রতিবাদ সমাবেশের মিছিলটি হিজলগাড়ী বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে হিজলগাড়ী ক্যাম্প মোড় প্রদক্ষিণ শেষে হিজলগাড়ী বাজারে ত্রিমোনিতে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন হিজলগাড়ী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ার হুসাইন, রাসেল হোসেন, আরফাত হোসেন লাল্টু, লোকমান হোসেন। বক্তারা বলেন, পৃথিবীর কোথাও রাসুল (সাঃ) এর অবমাননা হলে মুসলমানরা চুপ করে বসে থাকতে পারে না। এই ইস্যুতে সমগ্র উম্মাহ এক হয়ে প্রতিবাদে জেগে তুলতে হব। রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। পরে বিশ্বের সব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
This is a very good tip particularly to those new to the
blogosphere. Short but very precise info… Thanks for sharing
this one. A must read article!
Also visit my webpage – คอร์สเรียนดำน้ำ