ভারত-পাকিস্তান সীমান্তে ২০০ কোটি রূপির হেরোইন জব্দ
Share Now..
ভারতের পাঞ্জাবে পাকিস্তান সীমান্তের কাছে ৪০ কেজি হেরোইন জব্দ করেছে অমৃতসরের স্থানীয় পুলিশ। ৩৯টি প্যাকেটে থাকা এই মাদকের আনুমানিক মূল্য ২০০ কোটি রূপি। বিএসএফের সহায়তা ও গোয়েন্দা তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে এএনআই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) দিনকার গুপ্তা বলেছেন, ঘারিন্দা এলাকার এক ধুরন্ধর চোরাচালানকারী নির্মল সিং ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে হেরোইন পাচার করবে এমন তথ্য পাওয়া গিয়েছিল।
এরপরেই অমৃতসরের এসএসপি গুলনিত সিং খুররানা এসব তথ্য বিএসএফকে জানান। তারপর পুলিশ-বিএসএফের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানে হেরোইনের পাশাপাশি ১৮০ গ্রাম আফিম ও দুইটি প্লাস্টিক ব্যাগও উদ্ধার করা হয়।