ভিকিকে পাত্তাই দিলেন না ভাইজান!

Share Now..


বলিউড ভাইজান সালমান খানকে সম্প্রতি আবুধাবিতে যেতে দেখা গেছে। কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। বর্তমানে একটি ইভেন্টের জন্য আবুধাবিতে রয়েছেন। এই অনুষ্ঠানের একটি ভিডিও বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তা সবার নজড় কেড়েছে। ভিডিওতে সালমান ও ভিকি কৌশলকে একই অনুষ্ঠানে দেখা গেছে। তথ্য পিঙ্কভিলা’রভিডিওতে দেখা যাচ্ছে, ভিকি এক ভক্তের সঙ্গে সেলফি তুলছেন। তখনই সালমান তার নিরাপত্তারক্ষীদের ঘিরে বিপরীত দিক থেকে ভেতরে প্রবেশ করছিলেন। সালমানকে এগিয়ে আসতে দেখে ভিকি হ্যান্ডশেক দিয়ে শুভেচ্ছা জানাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে সালমানের কাছে ভিড়তে দেয়নি।এ সময় সালমান খানের দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় ভিকিকে। সালমান ভিকির দিকে তাকালে তাকেও অল্প কিছু বলতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পরপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, সালমানের নিরাপত্তাকর্মীরা কী ভিকিকে চিনতে পারেনি?

তবে সম্প্রতি ‘হত্যার হুমকি’

এদিকে, অনুষ্ঠানে সালমান তার বহুল প্রত্যাশিত ছবি ‘টাইগার থ্রি’ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে সালমান বলেন, ‘গত রাতে আমি টাইগার থ্রির শুটিং করছিলাম এবং টাইগার থ্রি শেষ করেছি। এখন দিওয়ালিতে টাইগার দেখতে পাবেন ইনশাল্লাহ। এটি একটি খুব ব্যস্ত শুটিং ছিল, তবে এটি ভালো ছিল।’

সিনেমায় ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমিও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খানকেও পাঠানের চরিত্রে একটি বিশেষ উপস্থিতিতে দেখা যাবে।

অন্যদিকে, ভিকি বর্তমানে ‘জারা হাটকে জারা বাচকে’ প্রচারে ব্যস্ত। তাকে প্রথমবারের মতো সারা আলি খানের সঙ্গে পর্দায় দেখা যাবে। লক্ষ্মণ উটেকর পরিচালিত সিনেমাটি ২ জুন ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *