ভেনিজুয়েলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ২৬
ভেনিজুয়েলার উত্তর-পশ্চিম কারাকাস অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সহিংসতায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা আছেন এবং আহত হয়েছেন ৩৮ জন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় শনিবার (১০ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কারাকাসের উত্তর-পশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ জানান, নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তা ও ২২ জন সন্ত্রাসী রয়েছে। আর আহতদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া ২৮ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।
অবশ্য বিরোধীদলীয় সেতারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকেই দমন করার মিশনে নেমেছেন।