মরিনো চাকরি হারালেন, নতুন কোচ রসি
ইউরোপের ফুটবলে এমনটাই হয়। রেজাল্ট না পেলে কোচ ছাঁটাই। ইতালিয়ান ফুটবল ক্লাব রোমার কোচ জস মরিনোকে শেষ পর্যন্ত ছাঁটাই করে দিল। তার কয়েক ঘণ্টার মধ্যে মরিনোর জায়গায় নতুন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ক্লাবের সাবেক ফুটবলার ড্যানিয়েল রসিকে।
রবিবার রাতে সিরিএ লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলে হারে রোমা। তার পরই চাকরি হারান কোচ মরিনো। কোপা ইতালিয়া থেকে ছিটকে পড়েছে গত সপ্তাহে। লিগে শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে ২২ পয়েন্ট পিছিয়ে থেকে ৯ নম্বরে আছে রোমা। নতুন কোচ নিয়োগের বিষয়ে সিরিয়ার এই ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘ড্যানিয়েল ডি রসিকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত হেড কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে রোমা আনন্দিত।’
পারফরম্যান্স ভালো না হওয়া এই রোমা যখন সমর্থকদের চোখে পুড়ছিল তখন দায়িত্ব পান মরিনো। মরিনোর হাত ধরে প্রথম বছরই রোমা জয় করেছে উয়েফা কনফেডারেশন কাপ, এই ট্রফি জয় করেই রোমা ইউরোপা লিগে উন্নীত হয়েছিল। সেই আসরেও রোমা ফাইনাল খেলেছিল।