মহেশপুরের বেলেমাঠ বাজারে শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Share Now..

মহেশপুর প্রতিনিধিঃ
গতকাল সোমবার নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার বিকালে বেলেমাঠ বাজারের আওয়ামীলীগ কার্যালয়ে মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,বীর মুক্তিযোদ্ধা সোহারাব হোসেন,শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন লাল মোহাম্মদ,উপজেলা শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী প্রমুখ।
পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আসহায়দের মধ্যে খিচুরী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *