মহেশপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথকে দেখতে গেলেন এম,পি চঞ্চল
Share Now..
মহেশপুর প্রতিনিধিঃ
রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মহেন্দ্রনাথ দাস (৮০) আজ গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়ীতেই কাতরাচ্ছেন। এ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ দাসকে দেখতে তার বাড়ীতে যান। সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলকে কাছে পেয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ দাস কাঁন্নায় ভেঙ্গে পরেন।
এসময় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ দাসের চিকিৎসা ও তার খাওয়া-দাওয়ারও খোজ খবর নেন সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী,ওয়ার্ড কাউন্সিলর রুহুল আলীন মিন্টু,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজান আলী বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।