মহেশপুরে করোনায় আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকের মৃত্যু,আক্রান্ত ৯
মহেশপুর প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমানের (৩৮) করুন মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশিকুর রহমান মহেশপুরের নাটিমা গ্রামের বাকের আলীর ছেলে।
এদিকে গতকাল সোমবার মহামারী করোনা ভাইরাসে আরো ৯ জন আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার।এনিয়ে মহেশপুরে গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছে আরো ২৫ জন বলেও জানান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার। এদিকে করোভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ প্রমুখ।