মহেশপুরে করোনায় রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিলেন ফাটিলাইজার এসোসিয়েশন
মহেশপুর প্রতিনিধিঃ
এলাকার অসহায়-দুঃখি মানুষের কথা চিন্তা করে মহামারী করোনায় আক্রান্ত রোগীদের সেবায় ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশন।
গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী,জেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, ফাটিলাইজার এসোসিয়েশনের নেতা শিমুল হোসেন, মহেশপুর উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সভাপতি নন্দ লাল দত্ত,সাধারণ সম্পাদক আজম আলী,উপজেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সদস্য কিতাবুল হক,মিলন পাশা,মেহেদী হাসান,দত্ত টেড্রাসের মালিক আনান্দ লাল দত্ত প্রমুখ।