মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মানের ঢালায় কাজের উদ্বোধন কলেন এম,পি চঞ্চল
মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মানের ঢালায় কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাবিটা প্রকল্পের ১৩ লাখ টাকা ব্যয়ে মহেশপুর পৌর এলাকার গোডাউন মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মান করা হচ্ছে।
শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক নির্মানের ঢালায় কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,মুক্তিযুদ্ধ চলাকালিন কমন্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজি আতিয়ার রহমান,উপজেলা মুক্তযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুর আজম ইকবাল ঝড়ু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।