মুসলিম ফুটবলারদের জন্য ইংল্যান্ডে নতুন নীতিমালা

Share Now..

সম্প্রতি ইউরো চ্যাম্পিয়নশিপে সংবাদ সম্মেলনের সময় টেবিল থেকে হেইনিকেইনের বোতল সরিয়ে রাখেন ফ্রান্সের তারকা ফুটবলার পল পগবা। তার এমন কাণ্ডে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়।

মদ্যপান কিংবা এর প্রচারণা চালানো ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পগবা মনে করেন, অ্যালকোহল জাতীয় পণ্যটির প্রচারণা থেকে দূরে থাকাই শ্রেয়।

তার এমন কাণ্ডের পর আবারো নড়েচড়ে বসেছে ইংলিশ ফুটবল।

ইংল্যান্ডে ফুটবল নিয়ে কাজ করা সংস্থা নুজুম স্পোর্টসের প্রধান নির্বাহী এবাদুর রহমান বলেন, পল পগবার বিয়ারের বোতল সরিয়ে রাখার ঘটনাটি আবারো সবাইকে মনে করিয়ে দিয়েছে, ফুটবলারদের ধর্মকর্ম নিয়ে ভাবা দরকার।

এর ফলে মুসলিম খেলোয়াড়দের জন্য আলাদা নীতি প্রনয়নের দীর্ঘদিনের যে দাবি ছিল, সেটি আবারো উঠে এসেছে আলোচনায়। জানা গেছে, ইংলিশ ফুটবলের সর্বোচ্চ কর্ণধাররা এই নীতিতে সম্মতি জানিয়েছেন। তারা বলছেন, এমন নীতি মুসলিম ক্রীড়াবিদদেরকে আরো উদ্বুদ্ধ করবে।

মুসলিম সনদের অন্তর্ভুক্ত রয়েছে দশটি পয়েন্ট, যেমন অ্যালকোহল গ্রহণ না করা, নামাজ পড়ার উপযুক্ত জায়গার ব্যবস্থা করা, হালাল খাবার এবং রমজানে রোজা রাখার অনুমতি দেয়া ইত্যাদি।

এ বিষয়ে বিবিসি স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে রহমান বলেন, ক্রীড়াঙ্গনে কাজ করার সুবাদে আমি জানি, নিজের ধর্ম পালন করায় কতো ধরণের সমস্যায় পড়তে হয়।

তিনি আরো বলেন, খেলোয়াড় এবং ক্লাবগুলোর সঙ্গে গভীরভাবে পর্যালোচনার পর আমরা মনে করেছি যুক্তরাজ্যে মুসলমানদের জন্য আলাদা একটি নীতি প্রনয়ন করার এটাই সঠিক সময়। আমার মনে হয় এধরণের উদ্যোগ এটিই প্রথম। ক্লাব এবং সংগঠনগুলো আমাদের দাবিতে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতিটি ক্লাবই তাদের মুসলিম ফুটবলারদের অবদান স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *