মেসিকে রেকর্ড অফার সৌদির ক্লাবের, চলছে আলোচনা
জুনেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। মেসি চুক্তি নবায়ন না করায় আগে থেকেই গুঞ্জন ছিল ক্লাব ছাড়ার। এরপর সেই গুঞ্জনে ডানা মেলে বেশকিছু ক্লাবের নাম। মেসির সাবেক ক্লাব বার্সেলোনার পাশাপাশি শোনা যায় সৌদি প্রো লিগের একটি ক্লাবের নাম। নতুন করে মেসিকে বড় অঙ্কে কেনার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। এমনটায় জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, বার্ষিক ৩২০ মিলিয়ন ইউরোতে মেসিকে দলে ভেড়াতে প্রস্তাব দিয়েছে সৌদির এক ক্লাব। আর সেই প্রস্তাব নিয়ে মেসির এজেন্ট তার বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনাও চলছে।
সম্প্রতি সপরিবারে সৌদি আরবে যান মেসি। পিএসজির নিষেধাজ্ঞা অমান্য করেই মধ্যপ্রাচ্যের দেশটিতে যান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর তাই মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। এই দুই সপ্তাহ ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি।
এরপরই জানা যায় এই মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন মেসি। ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের সোশ্যাল মিডিয়ায় জানান, চলতি মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়তে যাচ্ছেন। মেসির বাবা জর্জ মেসি নাকি এক মাস আগেই এ ব্যাপারে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছেন।