মেসি পরবর্তী যুগে প্রথমবার লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা

Share Now..


২০২১ সালে বার্সেলোনা ছেড়েছেন মেসি, তার বিদায়ে যেন চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে স্প্যানিশ ক্লাবটির। শিরোপা যেন রয়ে গেছে অধরা হয়েই। চ্যাম্পিয়নস লিগে একের পর এক ব্যর্থতার সঙ্গে লিগ শিরোপাও জিতিতে পারেনি গত তিন মৌসুম। অবশেষে তিন মৌসুম পর নিজেদের ২৭তম লা লিগা শিরোপা জয় করলো বার্সেলোনা।

মেসি চলে যাওয়ার পর এই প্রথম লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা, সেটিও আবার চার ম্যাচ হাতে রেখে।লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে পেছনে ফেলেই শিরোপা জিতেছে জাভি হার্নান্দেজের দল।

২০২১ সালে ক্লাবের কিংবদন্তি জাভি যখন দলের কোচের দায়িত্ব নেন, বার্সা তখন ডুবন্ত এক নৌকা। সেখান থেকে গত মৌসুমেই দলের খেলায় পরিবর্তনের আভাস দিয়েছিলেন কিংবদন্তি এই মিডফিল্ডার। গত মৌসুমেরই শেষভাগে সেই পরিবর্তনের ঝলকও দেখা গিয়েছিলো। আর চলতি মৌসুমে এসে লিগে তো দলকে প্রায় অপ্রোতিরোধ্য বানিয়েই জিতে নিলেন শিরোপা।

রোববার (১৪ মে) দিবাগত রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়েই টিন মৌসুম পর লা লিগার শিরোপা জয়ের উল্লাসে মাতে কাতালানরা। এস্পানিওলের মাঠে গিয়ে বার্সার হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। বাকি দুই গোল করেছেন অ্যালেক্স বালদে আর জুলস কুউন্দে।

এই জয়ে লিগে ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলো বার্সা। সমান সংখ্যক ম্যাচ খেলে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১। চার ভম্যাচ হাতে রেখেই ১৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নিলো বার্সা।

890 thoughts on “মেসি পরবর্তী যুগে প্রথমবার লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা