মোদিকে আম উপহার দিলেন মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবারের মতো এবারও যথারীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠিয়েছেন। মোদি ছাড়াও এই উপহার দেওয়া হয়েছে রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। তাদের জন্য মালদার বিখ্যাত উৎকৃষ্ট জাতের ল্যাংড়া, লক্ষণভোগ ও হিমসাগর আম পাঠানো হয়েছে। খবর আনন্দবাজার।
বিধানসভা নির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি আম ভালোবাসেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিবার নিয়ম করে তাকে মিষ্টি, কুর্তি এবং আম উপহার পাঠিয়ে থাকেন। মোদির এই ঘোষণায় বাম-কংগ্রেস বিষয়টিকে মোদি-মমতার আঁতাত বলে আখ্যা দেয়।
র জবাবে তৃণমূল নেত্রী জানান, এটা নেহাতই সৌজন্য। বহু রাজনৈতিক ব্যক্তিকে নানা সময়ে উপহার পাঠানো হয়। বিশেষত জুন মাসে আম উৎসবের সময় অনেককেই আম পাঠানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়াও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও। প্রতিবছরই পশ্চিমবঙ্গ রাজ্যের নির্দেশে বঙ্গভবনের কর্মকর্তারা উপহার পৌঁছে দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে। করোনার কারণে গত বছর উপহার হিসেবে আম পাঠানো বন্ধ ছিলো। এবার সেই আম উপহার পাঠিয়ে ‘আম ডিপ্লোম্যাসি’ দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।