মোবারকগঞ্জ সুগারমিলের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার নির্মল মুখার্জী আর নেই
Share Now..
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত
ক্যাশিয়ার নির্মল মুখার্জী আর নেই। রবিবার (২৫ জুলাই) সকাল
নিজ বাসভবনে ৯.১৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এলাকায় সৎজন ব্যক্তি
হিসাবে পরিচিতি ছিল।
মরুহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, তার শারিরীক অবস্থা ভাল
ছিল হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার পর
তিনি ভাল ছিলেন। সকালে চলাচলসহ সবার সাথে কথা বলে
অসুস্থ হয়ে পড়ে।
মৃত্যুুকালে তিনি স্ত্রী,২ ছেলে মলয় মুখার্জী ও সৌমিত্র
মুখার্জীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার আনুমানিক বেলা ২টার সময় কালিকাদোহা মহাশ্মশানে
তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।