ম্যাচই পেলেন না তাইজুল-রুবেল
Share Now..
জিম্বাবুয়ে সফরের শুরু থেকেই দলের সঙ্গে ভ্রমণ করেছেন তাইজুল ইসলাম। সফরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, অনুশীলন করেছেন নিয়ম করে। কিন্তু সফর জুড়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি স্পিনার। দর্শক হয়ে জিম্বাবুয়ে সফর কেটে গেল তার। টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন তিন।ভিসা জটিলতায় কদিন পরে গেলেও রুবেল হোসেন ছিলেন ওয়ানডে দলে। তিন ম্যাচের একটিতেও সুযোগ পাননি অভিজ্ঞ এ পেসার। মাঠের বাইরে থেকেই সময় কেটেছে রুবেলের। তাইজুল প্রস্তুতি ম্যাচে বোলিং করেছেন, রুবেলের ভাগ্যে তাও জুটেনি।
টি-২০ দলে তারা ছিলেন না, তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের কথা চিন্তা করে তাইজুল-রুবেলকে রেখে দেওয়া হয়েছে জিম্বাবুয়েতে।