যশোরের বেনাপোলে আওয়ামীলীগ নেতা আলী সহ তিন জুয়াড়ী পুলিশের খাঁচায়
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সহ তিন জুয়াড়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩৭১০০ টাকা, দুই জোড়া তাস, একটি টর্চ লাইট, একটি পাতের পাটি,ও একটি খাতা উদ্ধার করে। সোমবার রাত ১২ টার সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হলো ভবেরবেড় গ্রামের একাধিক মাদক মামলা সহ একাধিক মামলার আসামি শফি মোড়লের ছেলে মোহাম্মাদ আলী, জানে আলম এর ছেলে মোঃ মঞ্জু ও একই গ্রামের আব্দুল হকের ছেলে মশিয়ার রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ,বেনাপোল পোর্ট থানার এস আই রোনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই গ্রামের শাহ আলম এর পরিত্যাক্ত জমিতে শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলীর নেতৃত্বে জুয়র আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে ওই নেতা সহ তিনজনকে ৩৭,১০০ টাকা ,দুই জোড়া তাস ও কিছু জিনিসপত্র সহ আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আটককৃত জুয়াড়ীদের নামে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।